Posts

Showing posts from 2025

কিরণের ছয়লাপ রেখে যাব

অনিশ্চিত জীবনের কাছে কি রেখে যাব কিছু শব্দ কিছু অক্ষর অথবা চিরন্তন ছাপ প্রজন্মাবধি বিকরিত কিরণের ছয়লাপ  যা আরেকটা নতুন জীবনে এনে দেয় সূত্রপাত  আমাকে ভেবে নিতে হবে এ চলার পথে  আমি শুধু আমার জন্যে আসিনি পৃথিবীতে  কাঙাল হাত নিয়ে অন্যের আনন্দ সুখ হাতড়িয়ে নিতে।  যত পারি বিলাতে বিলাতে যাব স্বাচ্ছন্দ্যের অমৃত ফল। আমি কাঁটা নয় ফুল হয়ে সবার অন্তরে ফুটে থাকতে চাই ভালবাসা বিলিয়ে যাব সারা যাত্রাপথে  ফেরাপথে আমার নেওয়ার কিছু নেই। 

শহীদের নি:শব্দ অক্ষর

শহীদের নি:শব্দ অক্ষরে লেখা হল যে ইতিহাস  ম্লান করতে পারেনা তারে  কোন যুগ কোন প্রযুক্তির ছাপ মেদিনীর বুক চিরে সমস্ত খননের পর ভেসে ওঠে সেই নাম সেই অনন্ত অক্ষর  এক নয় দুই নয় বারবার শতবার  বুকের স্পন্দনে ভেসে ওঠে ছবি তার  উনিশের ধ্বস্ত বুক কেঁপে ওঠে থরথর  পলাশের রঙ মেখে বাঙালির অন্তর  একাদশ শহীদের স্মরণে জেগে ওঠে  উনিশ এলেই তাই বাঙালির হৃদয় জুড়ে  এক অনাবিল অনুভূতির ফুল ফোটে। 

রক্তাক্ত ঈদের চাঁদ

ঈদের রক্তাক্ত হেলাল      মোহাজির হুসেইন চৌধুরী  তুমি খুঁজছো খুশির চোখে ঈদের হেলাল আমি দেখছি আকাশ ভরা  টইটম্বুর লালে লাল উঠেছে ঈদের চাঁদ    চাঁদ নয় শিকারীর ফাঁদ মাসুম শিশুর খুনে রঞ্জিত সভ্যতার মিনার  কলংকের বিপরীতে অলংকৃত কী বিপুল সমাহার  কোথা ঈদ আমি যাই ঈদগার মাঠে বুকে বাঁধা কালো ব্যাজ টলটল  চোখে জল ফোটে  বুকের ভেতরে এক জ্বলন্ত অঙ্গার  মানুষের পৃথিবীতে এ কী সনসার ইনসাফ জেগে ওঠবে কবে আর কেউ কি বলার নেই -'থামো  কি হচ্ছে এসব?  সব মাঠে নামো' নরসংহারের ধারাসার বন্ধ হোক খুশির বার্তা নিয়ে শাওয়ালের চাঁদ উঠুক ইবলিসের  উড়ন্ত পতাকা ভেঙে পড়ুক  রক্তাক্ত চাঁদ দেখিতে চাইনা আর ঈদ তুমি এসো মানবতার বার্তা নিয়ে  ফিরে এসো বারবার। 

হ্যালুসিনেশন।।

তোমার হ্যাঁ তে হ্যাঁ তোমার না তে না তোমার কথাই আমার কথা হয়না অন্যথা   মন মগুজে একই বার্তা তোমার মনের মর্জি  আমার সকল ইচ্ছেগুলো সেলাই করে দর্জি  এক সূতোতে গেঁথে দিল বিবেক বোধের মালা  ভাটির স্রোতে ভাসতে থাকি চালকবিহীন ভেলা গচ্ছায় যাক শরীর কিংবা আস্ত আমার দেশ যাদুকরের হ্যালুসিনেশন ঘুরায় ছড়ি বেশ।  রাজার হাতে ঘুড়ির লাটাই সূতোয় ঝুলে ঘুরে  অঙ্গচ্ছেদেও বলবেনা কথা যাকনা শরীর পুড়ে  চোখ খুলে দাও বুক খুলে দাও প্রয়োজনে মুখ হ্যালুসিনেশন!  হ্যালুসিনেশন!  দেশ ভরা উজবুক।  রাজার কথাই অমর বাণী যুক্তি তর্ক বৃথা  সবার উপর রাজাই সত্য হবেনা অন্যতা সময় হাসছে সময় কাঁদছে যাপন কথার ফাঁকে  চোখের অশ্রু মুছবে কখন কেউ বলোনা কাকে। 

একটা বালুর দেশে

একটা বালুর দেশে  একটা বালুর দেশে বেশ ভাল আছি  কড়া রোদ্দুরে অজানা দূরত্বে  বড় বড় জলাশয় ভাসে  তৃষিত জিহ্বারা উদগ্রীব হয়ে চেয়ে থাকে  করুণার বৃষ্টি তবু নামে না এদেশে।  এখানের প্রেম ভালবাসা  ফুটন্ত জলের মতো টগবগ করে  ইচ্ছেরা বখাটে ছেলের মতো দিশাহীন ঘুরে  দিগন্ত বিস্তৃত মাঠ পার হতে গেলে  পা পিছলে পেছন ছুটে সময়ের পাখা ধরে  রাতের আঁধারে নামে কুয়াশার ঝড় লু হাওয়ায় ঝলসে যায় সারাটা দুপুর  মাঝে মাঝে মরুদ্যান খাজুরের পাতা  সীমিত সাশ্রয় দেয় গোঁজে রাখি মাথা এখানে সুখে থাকে উটের সংসার  কাঁটা গাছে মুখ রেখে আহা কী বাহার  রক্তাপ্লুত মুখ নিয়ে দিব্যি অনন্ত সুখ  জীবন কাটিয়ে যাই এক সংসার বিমুখ