Posts

Showing posts from May, 2018

প্রতীক্ষার হাত।। আবু আশফাক্ব চৌধুরী।।

দুরান্তের শেষপ্রান্তে প্রতীক্ষার হাত পথে বসে পথ চেয়ে থাকে আমৃত্যু চয়ন চিত্র দেখে দেখে অভ্যস্ত আমাদের মন চেনে তাকে খুব ভালভাবে চেনে আমরা সে পথের পথিক হতে রাজি নই অথচ কেমন করে পা পিছলে অথবা অজান্তে হাঁটি বারবার হাঁটি সেই নিরালা পথে যেখানে একা হতে হয় নির্বস্ত্র সঙ্গীহীন চোখ থেকে সরে পড়ে সকল পর্দা নীল আকাশের কোল ছাড়া কেউ নেই বন্ধুরা হাত নেড়ে টা টা দেখায় হুইসেল বাজার আগে ওঠে যেতে হয় ঘর ছাড়া রোদ্দুরে একপ্রকার পলায়ন প্রতীক্ষার হাতের কাছে... তুমি যাবে আমি যাব পরপর আগেপিছে নিরুদ্দেশ অলঙ্ঘ্য যাত্রা প্রতীক্ষায় পথ চেয়ে আছে কথা হল কতটুকু তোশা নিয়ে নিবিড় বন্ধুর কাছে এ প্রত্যাবর্তন না কী শূন্যহাত শুধু আফসোস!!