কিরণের ছয়লাপ রেখে যাব

অনিশ্চিত জীবনের কাছে কি রেখে যাব
কিছু শব্দ কিছু অক্ষর অথবা চিরন্তন ছাপ
প্রজন্মাবধি বিকরিত কিরণের ছয়লাপ 
যা আরেকটা নতুন জীবনে এনে দেয় সূত্রপাত 

আমাকে ভেবে নিতে হবে এ চলার পথে 
আমি শুধু আমার জন্যে আসিনি পৃথিবীতে 
কাঙাল হাত নিয়ে অন্যের আনন্দ সুখ
হাতড়িয়ে নিতে।  যত পারি বিলাতে বিলাতে
যাব স্বাচ্ছন্দ্যের অমৃত ফল। আমি কাঁটা নয়
ফুল হয়ে সবার অন্তরে ফুটে থাকতে চাই
ভালবাসা বিলিয়ে যাব সারা যাত্রাপথে 
ফেরাপথে আমার নেওয়ার কিছু নেই। 


Comments