একটা ছাদ আর একটা আকাশ

ছিলোনা কিছুই না ছাদ না আকাশ 
শুধু অরিন্দম শব্দগুচ্ছ আর বায়বীয় আশ্বাস 
এলো প্রেম এলো ছন্দ পাহাড়িয়া ভুঁই জুড়ে 
কুকীর্তির শ্বেতপত্রে আঁকা হল সৃষ্টির প্রতিভাসে
বনমল্লিকার হাতের বেহালা সুর তুলে অনভ্যাসে
বৃষ্টি তার দৃষ্টি মেলে এঁকে দেয় ছুঁ মন্তর
তখনই দাঁড়ায় এসে একটা ছাদ অনন্তর 
ছাদের উপর দাঁড়িয়ে কিছু দীর্ঘ শ্বাস 
হাত বাড়াতেই নেমে এল একটা  আকাশ 
অফুরন্ত ভালবাসা অথবা অনৈচ্ছিক প্রেম
স্রষ্টার কীর্তিযশ এভাবেই অনন্ত অসীম 
তার মুষ্ঠির ভেতরে বন্দি কাল ও যাপন 
শূন্য থেকে শুরু ফের শূন্যের অনুরণন। 


 

Comments