পোড়া অক্ষরে কবিতা।।

 

পোড়া অক্ষরে কবিতা লিখছি 
দিগদিগন্তে ছড়িয়ে পড়ছে গন্ধের কুয়াশা 
আশ্বিনের ঢেউ খেলানো ধানের ডগা
মাথা উঁচু করে জানিয়ে যাচ্ছে ভালবাসা 

পথচারী মাথা নিচু করে হেঁটে যায়
আলপথে নিশুন দুপুর বেলায় 
কাপড়ে লেগে আছে কাদামাটির দাগ
যেন দু'হাতে জড়িয়ে ধরে জানাচ্ছে 
শুভেচ্ছা সলাগ 

ওদের ছোঁয়ায় কবিতা হয়ে ওঠে প্রাণবন্ত 
কিশোরী বালিকা মেলে ধরে আদিম স্পর্শ 
কিছু স্বপ্নের মালা গেঁথে নিয়ে আসে বীথিকা জুঁই 
কবিতা জেগে ওঠে সেজে ওঠে মরমি ভূঁই। 

Comments