Posts

Showing posts from July, 2021

তুমি অপরাধী অথবা উন্মাদ

মোহাজির হুসেইন চৌধুরী ত্রিভুবন বলতে যে অক্ষরেখা দ্রাঘিমা ভেসে ওঠে মনের পুঞ্জিতে ভোরের আলো এসে তাকে ধুয়ে মুছে নেয় দিগন্তে হাহাকার জাগে নৈরাশ্যিক ছোঁবলে তবু আমি বেঁচে থাকি স্বপ্নিল বঙ্কিম পথ নিয়ে যে আকাশে কোন ধ্রুবতারা নেই আমি নিজেকে মনেকরি নিজের ধ্রুবতারা নৈসর্গিক আলো হাওয়া তপ্ত কুয়াশায় ঘেরা চারদিকে জলতরঙ্গ বাজে টপ  টপ টুং টাং এক উদাসী ভিখারিনী ছেঁড়া কাপড়ের আঁচলে লুকিয়ে রাখে সোমত্ত সংসার তোমার আমার এবং একাধিকবার উদলা হয়ে গেলে হাওয়ারা খিলখিল হাসে আকাশ ভোগ করে যৌবন উল্লাস। খুঁজে ফেরে  উত্তরাধিকার। এ লজ্জা কারো কাছে বলতে নেই নাহলে তুমি অপরাধী অথবা উন্মাদ।