Posts

Showing posts from January, 2024

চিলেকোঠা/ মোহাজির হুসেইন চৌধুরী

মনের ভেতর একটা ঘর ঘরের ভেতর একটা চিলেকোঠা চিলেকোঠায় আমার ব্যর্থ স্বপ্নরা কিলবিল করছে,ডানা ঝাড়ছে যেন এইমাত্র উডডীন হবে আমার দুচোখের কোণে লাবণ্যমাখা জল গড়িয়ে পড়ছে কুয়াশাচ্ছন্ন দৃষ্টি সম্মুখের পথ আর দেখা যায়না পা থমকে যেতে চায়....(০৮/০১/২০২৩)

ঠেলাঠেলি

এখানে জায়গা নেই তবু দাঁড়িয়ে থাকতে হয় ঠেলাঠেলি। শব্দ হয় তুমি সরে যাও যাবে কোথা ? রাম আর রহিমের বচসা সুদীর্ঘ কাল থেকে  । ওরাতো চলে যাচ্ছে ভিড়ের ভিতর থেকে ঝরে পড়ছে জপমালার দানার মতোন কেউই বেশি সময় দাঁড়াতে পারেনা । তবে ঠেলাঠেলি কেন? কাঁধে হাত রেখে বুকে বুক মিলিয়ে একসাথে  আকাশের চাঁদ দেখি । দেখি পাখি ও ফুল কুসুম রঙা ভোরের আলো এইতো ভালো। কবুতরের ডানার ছায়ায় বাসা বাঁধি । নয়ন জুড়ে ঝরুক সুখের বারি