Posts

Showing posts from June, 2018

আত্মকথন কিংবা গল্প

৫-আবু আশফাক্ব চৌধুরী।। আনারকলি তোমায় বলি আত্মকথা গল্পবিলাস ছায়া গাছের নীরব কো ণে সংগোপনে একটা দূরভাষ জলভরা চোখ শুকনো মুখে সেই যে চাতক চেয়ে থাকতো আকাশ পানে অঝোর ধারা বৃষ্টিপাতের আশা নিয়ে উপরে মুখ শুকনো ঠোঁটে আশার আঁচল জল ছলছল তৃষ্ণ আঁখি... আমি তারে দেখেছি সারা জীবন আমার ভেতর  রুক্ষ স্বরে রক্তক্ষরণ ডাকছে শুধু ফাঁদের ঘুঘু বন্দিজীবন পিঞ্জরায় ছায়া মাখা মন্দ বায়ু বইতো যখন বৃষ্টিপাতের আগাম ভেবে চাইতো এ মন ফ্যাকাসে চোখে ঋদ্ধ বুকে গুন গুনাগুন আনারকলি তোমায় বলি-আত্মকথা তুমিই স্বজন তুমিই সুজন সারা জীবন শুকনো জিভে বৃষ্টি ফোঁটা ঢেলে দিলে তাই লিখেছি আত্মকথন কিংবা গল্প তোমায় নিয়ে মনের মতন। (১৪/৬/১৮)

মৌন সময়ের মৌ চুক্তি।। আবু আশফাক্ব চৌধুরী।

হেটে যেতে যেতে দেখা দরকার কারও বাগান বাড়িতে প্রবেশ করছি কী না! কারও ফলানো ফসলে হাত লাগিয়ে দিচ্ছি কী না! মৌন সময় তথাগত প্রতারণা নিয়ে অনেক সময় মঊ চুক্তিতে ব্যস্ত অথচ আমাকে একটা সতেজ মানুষ হিসাবে বাঁচিয়ে রাখতে প্রমাণ করতে হবে নিষ্কলঙ্কতা... নির্লোভ প্রসঙ্গ নিয়ে গল্প লেখা সহজ লোভের যাদুর টান ভীষণ উৎপাতি তাই ক্ষণেক্ষণে আয়নায় দাঁড়িয়ে মেপে নিতে হয় নিজের সম্ভাব্য দৈর্ঘ প্রস্থ বিশালতা সুতরাং আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকা চাই অন্যের ব্যাপারে অতিরিক্ত ব্যস্ত হতে নেই