Posts

Showing posts from July, 2017

সন্ধ্যার আঁচলে

সব শেষে একটা প্রার্থনা দাঁড়িয়ে থাকে পাখি চলে যাওয়ার পর অবশিষ্ট দানাটির মতো ছায়া ঘেরা সন্ধ্যার আঁচলে অনুভবে ধরা দেয় বিসর্জনের আগে অনিবার্য কাচের জানালা জুড়ে সকালের রোদে শালিক-চড়ুই ঠুকরায় নিজের ছবিতে নিরালায় নিজেকে খুঁজে অতৃপ্ত সন্ধানে প্রার্থনা হেসে ওঠে খিলখিল গগনের প্রান্ত রেখায়...

মাতালের কণ্ঠস্বর

Image
ঠোঙার শোভাবর্ধনে  আমার কিছু কবিতার কোলাজ মাঝে মাঝে বুকের ব্যথা বাড়িয়ে তুলে নিস্পৃহ স্পন্দনে-- যে চোখের ফোঁটায়  তোমার স্মৃতি ভেসে ওঠে একটি মৃত্যু নাকি অপমৃত্যু কবিতার খণ্ড খণ্ড করে যে আকাশ তা নিরন্তর অদেখার অদৃশ্য ভুবনে এক পরিচিত মাতালের কণ্ঠস্বর। জনমভর সাধনার ক্ষণিকের সৃষ্টি প্রবল খরার পর একটু বৃষ্টির মত তাকে খাঁচায় পুরে সংরক্ষনের  তীব্র প্রয়োজন অনস্বীকার্য কী অভাব- কীসের অভাব তাকে ঠোঙার অঙ্গদর্শনে ঠেলে নিয়ে যায় বাস্তবে কবিতা কখনও অহেতুক নয় পারিনা আমি তাকে তুলে রাখতে  কৌটো ভ্রমরে সোনার অলঙ্কার অতি সযতনে  তাই ওড়ে যায়- ডানাগজা পাখির ছানাটির মত দূরে কোন অজানা দিগন্তে হারিয়ে যায় বারবার আপনার বলয় ভেঙে অনেক অপথ মাড়িয়ে মাঝে মাঝে দেখা হয় বিধ্বস্ত মুড়ি বা  ডালমুটের সুস্বাদু কাগজে...।