Posts

Showing posts from 2023

ঈপ্সিত বৈভব

একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে থাকে পথের বাঁকে বাঁকে চেনা অচেনায় নিজের ছায়ার মতো ওদের আড়ালেই লুকিয়ে রয়েছে  আমার ঈপ্সিত বৈভব দিনকে রাত এবং রাতকে দিন করে হাঁটছি আমি বালুময় সৈকতে ওপারের খুঁজে  এক পা এগোলে দু পা পিছলে যায় মরীচিকা মধুময় হয়ে ডাকে হাতের ইশারায় পিপাসার অন্ত নেই জিভে অনন্ত খরা নববধূর মতো সেজে বসে আছে বসুন্ধরা চোখ টিপে টিপে জানায় গোপন ইঙ্গিতে সাজের আড়ালে বিষের পেয়ালা প্রেমিকের তরে সাজানো গোছানো অশুভ শঙ্কায় দ্রুত ধাবিত মন  ছজন প্রহরী বেষ্টিত আজীবন পথে পথে কাঁটা ঝাড় বিপ্রতীপ ঢেউ হাত ধরে পার করে নিবেনা কেউ  আমি একা হেঁটে যাই নিঃসঙ্গ আঁধার আমি কারো নই কেউ নয় আমার।

আলিবাবা ও চল্লিশ চোর।।

মোহাজির হুসেইন চৌধুরী দুচোখ থেকে খোয়াব  নামিয়ে  রেখে এখন  শুয়ে পড়ি মৃণ্ময়ী  শরীর  পস্তায় মন পস্তায় দীর্ঘ পরিক্রমণ অথচ  হাতের মুঠোয় একটা  শূন্য হৃদয় শক্ত সুপারির গায় দন্তহীন  চাবাচাবি... সূর্যাস্তের খেয়ালি রেখাগুলি পথভ্রষ্ট  বালিকার  মতো ভালবাসা যাচে আলো খুঁজে অন্ধকার মন্বন্তরে হাজারও প্রশ্ন ধেয়ে আসে দিগন্তের বুক চিরে আমি  নির্বাক চলৎশক্তিহীন  যেন নিজেই এক অন্তহীন  রাত অস্পষ্ট  আলোয় দেখি আলিবাবা আর চল্লিশ চোরের খেলা পৃথিবীর বিশাল ক্যানভাসে গভীর রাতের বুকে মর্জিনার নৃত্যসখী কটিদেশে লুক্কায়িত ছোরা ছলনার অভিসারে বন্দী আছি অপেক্ষায় হননের ইশারা....