Posts

Showing posts from December, 2023

ঈপ্সিত বৈভব

একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে থাকে পথের বাঁকে বাঁকে চেনা অচেনায় নিজের ছায়ার মতো ওদের আড়ালেই লুকিয়ে রয়েছে  আমার ঈপ্সিত বৈভব দিনকে রাত এবং রাতকে দিন করে হাঁটছি আমি বালুময় সৈকতে ওপারের খুঁজে  এক পা এগোলে দু পা পিছলে যায় মরীচিকা মধুময় হয়ে ডাকে হাতের ইশারায় পিপাসার অন্ত নেই জিভে অনন্ত খরা নববধূর মতো সেজে বসে আছে বসুন্ধরা চোখ টিপে টিপে জানায় গোপন ইঙ্গিতে সাজের আড়ালে বিষের পেয়ালা প্রেমিকের তরে সাজানো গোছানো অশুভ শঙ্কায় দ্রুত ধাবিত মন  ছজন প্রহরী বেষ্টিত আজীবন পথে পথে কাঁটা ঝাড় বিপ্রতীপ ঢেউ হাত ধরে পার করে নিবেনা কেউ  আমি একা হেঁটে যাই নিঃসঙ্গ আঁধার আমি কারো নই কেউ নয় আমার।