জীবন - ১

প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত 
জীবনকে দেখেছি দ্বিতীয় পৃষ্ঠায়
বারবার উল্টে নিয়ে পড়তে হয় 
তারপর বাকিটুকু অপর পৃষ্ঠায়....

পৃষ্ঠা উল্টাতে গিয়ে ধরা পড়ে 
উইপোকা খেয়ে নিয়েছে অক্ষরগুলো 
এখন সব গুমনামে অতীত 
ছেঁড়া বস্ত্রে রাস্তায় শুয়ে থাকা রমণী 

হারানো ঠিকানায় নিজেকে খুঁজতে গিয়ে 
পুরুষের হাজার ধমক গলায় সুশোভিত অলংকার 
তবু হাতড়াতে থাকি এখানে ওখানে 
ফেলে আসা পথের আনাচে কানাচে 
আমার কন্ঠহারের ফেলে যাওয়া গুটি 
অনর্গল পাতার পর পাতা উল্টে যাই
আলোটা যতক্ষণ নিভে না যায় 
অপর পৃষ্ঠায় অপলক সন্ধানী চোখ। 

Comments