Posts

Showing posts from June, 2017

কহতব্য

তড়িতের তার শূন্যে ঝুলছে সহস্র তারার আগুন ভেতরে কোন ফুলকি নেই -আলো নেই অথচ হাজার ঘরে চলছে তারের খেলা মাঝে মাঝে বাদুড় বা কাক ঝুলে থাকে বেগতিক স্প্র্শ আগুন চমকায় ঝরে পড়ে সহস্র ভল্টের উত্তাপ আমার বুকের গহীনে এমনি একটা তার ঝুলে থাকে... আঁধার খনি শুধু আমি জানি আর....অকহতব্য। -- আবু আশফাক্ব চৌধুরী।

প্রচ্ছদ

ভেতরের সমস্ত পাতা তোমার ভালবাসা আমি প্রচ্ছদ শোভা বর্ধনেষু... পাঠকরা পড়ে নিক নিবিষ্ট চিত্তে তুমি জিয়ে থাকো আমার দু বাহুর ডোরে...। -- আবু আশফাক্ব চৌধুরী।

অস্বীকার

Image
হাওয়া মোরগ ঘুরছে - অনর্গল বলে যাচ্ছে ঝড়ের পূর্বাভাস রোদের ফিনকি লেপটে আছে নীল শরীর জুড়ে... পথ চলায় কোন ব্যতিক্রম নেই সম্ভবত দৃষ্টি নির্ভর  বিবেচনা অস্বীকার করছে -তুরন্ত ঘোষণা....। -আবু আশফাক্ব চৌধুরী।

আনত ছায়ার খোঁজে

Image
রাতকানা গাছ থেকে একটা শিকারি বাজ একটানা চিৎকার করে যাচ্ছে কাঁপছে নদীর জল অনর্গল। দুরন্ত শামুকের খোলা ঠোঁট হেঁটে যাচ্ছে নির্বিঘ্নে... হেলদোল নেই কোন আপাত পরিবর্তন।  আকাশের চোখ নির্নিমেষ চেয়ে আছে ফাঁটাফাঁটা জমির আর্তনাদ -"আল্লা মেঘ দ্যায় পানি দ্যায়"... কেউ কোথাও নেই অনশ্বর স্বর প্রতিটি মনের অলিন্দে অনিচ্ছায় গুমরে কাঁদে ঢেউ খেলে যায় আনত ছায়ার খোঁজে....। ----- আবু আশফাক্ব চৌধুরী।

উত্তর আধুনিক

Image
ধর্ষণ হোক উত্তর আধুনিক পিক ও পাপিয়ার প্রেম গাঁথা বন্ধ হোক নেমে যাই খোলা মাঠে এসো বিনুনীর ঘাটে লটকে থাক গর্বিত পৌরুষ মিছিলের অগ্রভাগে অর্ধনগ্ন নারী উড়াক বিজয় পতাকা পুরুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সকল সম্পর্ক স্বরাজের মথিত নেশায় ভেসে যাক চোখ বন্ধ চাঁদ ধরা খেলা বীর্যপাতে কার কতটুকু তাই নিয়ে গর্ব হোক বেশরম লোকপ্রিয় হয়ে উঠুক উত্তর আধুনিক শ্লীল চেতনার মৃত্যু হোক। ভোক্তাদের দখলে চলে আসুক রডোডেন্ড্রণের কোমল পাপড়িগুলো ছিঁড়েখুঁড়ে মনের সানন্দে পূর্ণ হোক যতি ইভের প্রাক ইতিহাসে নতুন চিত্র আঁকা হোক আদমের অভিলাষে সরে যাক সকল প্রতিবন্ধকতা  ছবি- এম,এফ হুসেন।

শুভঙ্করের ফাঁকি

কথা হচ্ছিল চাঁদের গল্প নিয়ে সবে মিলে ছিঁড়েখুঁড়ে খাওয়া এমনি এক উথাল উলটো হাওয়া খণ্ড খণ্ড জ্যোৎস্নাকে নিয়ে যাচ্ছে বয়ে আমি তাৎক্ষণিক অনুভব করলাম রাশি রাশি অন্ধকার জ্যোৎস্নার নামে কেউ যেন পথ পাশে বিকিয়ে যাচ্ছে খামে আমরা অনর্গল তা-ই কিনতে লাগলাম ঠকলাম না ঠগ খেলাম হাত মেলে দেখি ছানাবড়া চোখগুলো বদলে যাচ্ছে ক্রমে কালযাপনের অন্ধকারটাই আলোর ভ্রমে বেশ মেনে নিচ্ছি ভাঙা পথ ছেঁড়া ছাতা ভাল লাগছে শুভঙ্করের ফাঁকি। 

নৈমিষারণ্যের হাহাকার

রাতের নির্জনতায় তোমার নৈশব্দ পদচারণা অস্বীকার করার জো নেই এক অবচেতনার চক্রব্যুহ মায়াবী আবহ সৃষ্টি করে জানাতে চায় তোমার উপস্থিতি। বোধে অনুভবে আমি শুধু বুঝে নেই তুমি কাছে আছো অথচ স্পর্শসুখে বিরহ কাতর এই মন হাতড়ে বেড়ায় দিগন্ত জুড়ে তোমার সন্ধানে প্রান্তিক ইশারায় নিজেকে সরিয়ে নাও আড়াল করে রাখো দূরে আরো অনুসন্ধিৎসু হওয়ার আকাঙ্খায় নৈমিষারণ্যের তুমুল অন্ধকারে জেগে ওঠে হাহাকার।