Posts

Showing posts from March, 2018

নীলকন্ঠী হাওয়া।।আবু আশফাক্ব চৌধুরী।।

চৌকাঠে রজনী আটকে গেছে প্রলম্বিত শিরস্ত্রাণ ভোরের পাখির মাসুম পালকগুলো ঝরে পড়ে স্বপ্নের শিথানে- পৌষের কুয়াশা ঘেরা চোখ গর্ভবতী গাছের কাছে নতজানু সময় আটকে থাকে ছেঁড়াখোঁড়া ঘুড়ির মতো বাঁশঝাড়ের চূড়ান্ত চূড়ায় নগ্নদেহী সভ্যতার প্রাতঃভ্রমণ সুস্বাস্থ্যের পরিপন্থী  তবু চুপ শতশত নির্মম ঘটনা নৈমিত্তিক গা-সওয়া চারপাশে অন্ধকারের ছায়া নদীরা চোখের জলে অবগাহন করে প্রতিরোধহীন নীলকন্ঠী হাওয়ায়...