কহতব্য


তড়িতের তার শূন্যে ঝুলছে
সহস্র তারার আগুন ভেতরে
কোন ফুলকি নেই -আলো নেই
অথচ হাজার ঘরে চলছে তারের খেলা

মাঝে মাঝে বাদুড় বা কাক
ঝুলে থাকে বেগতিক স্প্র্শ
আগুন চমকায়
ঝরে পড়ে সহস্র ভল্টের উত্তাপ

আমার বুকের গহীনে এমনি একটা তার
ঝুলে থাকে... আঁধার খনি
শুধু আমি জানি আর....অকহতব্য।
-- আবু আশফাক্ব চৌধুরী।

Comments