শুভঙ্করের ফাঁকি

কথা হচ্ছিল চাঁদের গল্প নিয়ে
সবে মিলে ছিঁড়েখুঁড়ে খাওয়া
এমনি এক উথাল উলটো হাওয়া
খণ্ড খণ্ড জ্যোৎস্নাকে নিয়ে যাচ্ছে বয়ে

আমি তাৎক্ষণিক অনুভব করলাম
রাশি রাশি অন্ধকার জ্যোৎস্নার নামে
কেউ যেন পথ পাশে বিকিয়ে যাচ্ছে খামে
আমরা অনর্গল তা-ই কিনতে লাগলাম

ঠকলাম না ঠগ খেলাম হাত মেলে দেখি
ছানাবড়া চোখগুলো বদলে যাচ্ছে ক্রমে
কালযাপনের অন্ধকারটাই আলোর ভ্রমে
বেশ মেনে নিচ্ছি ভাঙা পথ ছেঁড়া ছাতা

ভাল লাগছে শুভঙ্করের ফাঁকি। 

Comments