আনত ছায়ার খোঁজে



রাতকানা গাছ থেকে
একটা শিকারি বাজ
একটানা চিৎকার করে যাচ্ছে
কাঁপছে নদীর জল অনর্গল।
দুরন্ত শামুকের খোলা ঠোঁট
হেঁটে যাচ্ছে নির্বিঘ্নে...
হেলদোল নেই কোন
আপাত পরিবর্তন। 

আকাশের চোখ নির্নিমেষ
চেয়ে আছে
ফাঁটাফাঁটা জমির আর্তনাদ
-"আল্লা মেঘ দ্যায় পানি দ্যায়"...

কেউ কোথাও নেই অনশ্বর স্বর
প্রতিটি মনের অলিন্দে
অনিচ্ছায় গুমরে কাঁদে
ঢেউ খেলে যায়
আনত ছায়ার খোঁজে....।


----- আবু আশফাক্ব চৌধুরী।

Comments