নৈমিষারণ্যের হাহাকার

রাতের নির্জনতায়
তোমার নৈশব্দ পদচারণা
অস্বীকার করার জো নেই
এক অবচেতনার চক্রব্যুহ
মায়াবী আবহ সৃষ্টি করে
জানাতে চায় তোমার উপস্থিতি।

বোধে অনুভবে আমি শুধু
বুঝে নেই তুমি কাছে আছো
অথচ স্পর্শসুখে বিরহ কাতর
এই মন হাতড়ে বেড়ায়
দিগন্ত জুড়ে তোমার সন্ধানে

প্রান্তিক ইশারায় নিজেকে সরিয়ে নাও
আড়াল করে রাখো দূরে
আরো অনুসন্ধিৎসু হওয়ার আকাঙ্খায়
নৈমিষারণ্যের তুমুল অন্ধকারে

জেগে ওঠে হাহাকার। 

Comments