কবিতাকে খুঁজে খুঁজে
কবিতাকে খুঁজে খুঁজে -।।
মোহাজির হুসেইন চৌধুরী।।
তাহলে কি সে-ও লিখে
সারারাত খাতার পাতায়
কবিতার দুর্মূল্য অক্ষর
খুঁজে ফিরে ঈপ্সিত মুখ
ভুবনের চরাচরে?
উত্তর বায়ুর কাছে হাত পাতে
নতজানু হয়ে থাকে সারারাত
এ কীসের প্রণিপাত এ কীসের গুঞ্জন
নিশীথ পাখির মতন কাকে ডাকে
অন্ধকার আকাশের বুকে
সহসা উদ্বেলিত চোখে
ধরা পড়ে মিটিমিটি শ্রাবণী অক্ষর
সবকিছু লিখা শেষ হলে
দু'বাহুর বেষ্টনীতে মেলে ধরে
আদ্যোপান্ত অক্ষরের সমারোহে
কবিতার প্রাঞ্জল শরীর।
কবিতা আসল নয়
সৃষ্টি আর লয়ের অফুরন্ত খেলা
খেলতে খেলতে ফুটে ওঠে স্বগতোক্তি
আমার নিজস্ব কথা
কিছু প্রেম কিছু ব্যাথা কিছু কথা
কিছু অলৌকিক অনুভূতি
কাউকে বুঝাতে না পেরে
নীরবতার শ্লথ গতি
নি:সঙ্গ সূর্যের মতো
পায়চারি আকাশের দেশে
অতৃপ্ত হৃদয়ের গর্ভে
নেমে আসে কোমল অংকুর
লোকে বলে কবিতা কবিতা
কী সুন্দর ছন্দ ও সুর।।
Comments
Post a Comment