মোহাজির হুসেইন চৌধুরী।। আমাকে তো যেতে হবে যেতে হবে আকাশের অলিগলি পেরিয়ে দুর্দম দূরত্ব পাড়ি দিয়ে এক অজানার সমুদ্র বক্ষে আমি নক্ষত্র-নাগরিক হব একদিন রকেটের খোলসের মতো পরিত্যক্ত শেলগুলো একে একে খুলে ফেলে দাগ রেখে পথে তোমাদের সজল চোখে ধূলো দেব- শূন্যের অবয়বে যে দিল গড়ন সেই চাঁদ সেই সূর্য সেই বাতাসের স্পর্শ মাখা অণু পরমাণু থেকে আমার অদ্ভুত সৃজন কারও অভিসার কারও ঈপ্সিত ইঙ্গিতে এই বিচরণ ক্রমশ স্তব্ধতার দিকে হেঁটে যাচ্ছি বিকিরণ বিচ্যুতি স্বতঃসিদ্ধ কক্ষপথ সোহাগের বুলি দিয়ে তার কাছে ডাকে আমি যাবো এভাবেই একদিন তোমাদের অফুরন্ত ভালবাসা নিয়ে চলে যাবো নক্ষত্রের দেশে স্তব্ধবাক এই যাত্রা আর ফিরে আসা নেই নিরুত্তর তমালের ছায়া মাখা যাত্রাপথে অন্তর্গত স্রোতে একদিন বিলীন হব একা-একা নিঃশব্দ অক্ষরে।