অঝোর লবণজল দু' দানা ভাত।।

সীমিত শব্দের অক্ষরে ঘুরপাক
'অঝোর লবণজল আর
দু' দানা ভাত' ; এটাই কি জীবন?

হাত থেকে হাত ঝেড়ে ফেলে
দূরান্তর মন ও মননের
অনিকেত আশার ব্যঞ্জনা
ছা-বাচ্চার প্রতিকৃতি বুকে নিয়ে
শুধু পথ হাঁটা....

ক্যানভাসে নতুন তুলির স্পর্শ
বারবার নতুন করে মুখ আঁকা
কিছু প্রতিধ্বনি বারবার ফিরে আসে
পথিকের ক্লান্ত পায়ে
অনৈচ্ছিক আঘাত হানে
আবার জীবন খুঁজে জীবনের বাঁকে।

একটা ছোট্ট  নদী লবণাক্ত জল
সেই শব্দ অনর্গল করাঘাত করে
-অঝোর লবণজল আর
দু' দানা ভাত ;এটাই কি জীবন?

স্বচ্ছন্দের হাসি দুটো ঠোঁটে
ব্যর্থতার রঙ মুছে দিতে বারবার প্রলেপন 
পলেস্তারা খসে পড়া
খসখসে গালে
মাঝেমাঝে ভাঙা দাঁত বের হয়ে
কারুশিল্পে ব্যাঘাত ঘটায়

আর একটু পথ হাঁটি
আর একটু.........
দেখা যাক
বদলে কি না শব্দের বন্ধনী
-' অঝোর লবণ জল আর
দু' দানা ভাত..... '

Comments