তুমি অপরাধী অথবা উন্মাদ

মোহাজির হুসেইন চৌধুরী

ত্রিভুবন বলতে যে অক্ষরেখা দ্রাঘিমা
ভেসে ওঠে মনের পুঞ্জিতে
ভোরের আলো এসে তাকে ধুয়ে মুছে নেয়
দিগন্তে হাহাকার জাগে নৈরাশ্যিক ছোঁবলে

তবু আমি বেঁচে থাকি স্বপ্নিল বঙ্কিম পথ নিয়ে
যে আকাশে কোন ধ্রুবতারা নেই
আমি নিজেকে মনেকরি নিজের ধ্রুবতারা
নৈসর্গিক আলো হাওয়া তপ্ত কুয়াশায় ঘেরা
চারদিকে জলতরঙ্গ বাজে
টপ  টপ টুং টাং

এক উদাসী ভিখারিনী
ছেঁড়া কাপড়ের আঁচলে
লুকিয়ে রাখে সোমত্ত সংসার
তোমার আমার
এবং একাধিকবার উদলা হয়ে গেলে
হাওয়ারা খিলখিল হাসে
আকাশ ভোগ করে যৌবন উল্লাস।
খুঁজে ফেরে  উত্তরাধিকার।

এ লজ্জা কারো কাছে বলতে নেই
নাহলে তুমি অপরাধী
অথবা উন্মাদ।

Comments