অনন্ত যাপনে ।।


-আবু আশফাক্ব চৌধুরী।।

মাঝে মাঝে নিজেকে ভাগ ভাগ করে দেখি
অনেক মন্দের পর কিছু কিছু ভালও রয়েছে
অনেক মন্দের ভেতর ভালগুলো বিন্দু বিন্দু কচ্চিৎ ভাসে
আমি কলার মান্দাসে বসে বিড়ি ফুকে ফুকে
দীর্ঘ শ্বাস বুকে নিয়ে হিসাবে ব্যস্ত
বস্ত্রহীন হওয়ার আগে যদি ভিড়ে যায় জলযান অকস্মাৎ অপূর্ণাঙ্গ তীরে
আমি কার আশ্রয়ে বাসা গড়ি অনন্ত যাপনে! 

Comments