একটা মিথ্যার আকাশ।। আবু আশফাক্ব চৌধুরী।

প্রতিদিন টুকরো টুকরো মৃত্যু নিয়ে
বেঁচে থাকি ভাসমান হাঁসের পালকের মতো
রাত ছুঁয়ে থাকে গভীর ঘুমের আকাশ
নির্লিপ্ত ভাবনার ছায়া তূলো মেঘ ওড়ে
প্রতিদিন একটা মিথ্যা আকাশ মাটি ছুঁয়ে
প্রতিজ্ঞাপ্রবর শপথের প্রতারণা জাগায়
বিন্দুবিন্দু আশার কুহক  কুয়াশার টপটপে
বেঁচে থাকি সুদীর্ঘ কাল যতদিন আয়ু থাকে বাকি।

প্রতিদিন শব্দগুলো কথা হয়ে প্রজাপতি ডানা
আভোরসন্ধ্যা জুড়ে পুরাতন মেসোপটেমিয়া
নগরীর পর নগরী গড়ে তুলে মাটির গর্ভে
শুনশান পৃথিবীকে সাজাতে ব্যস্ত দু হাত
অবশেষে সময়ের কাছে নি:স্ব প্রণিপাত
প্রতিদিন এইভাবে শূন্য ভরা স্বপ্নের খেলা
জীবনের বরণীয়  দুর্দম কালাতিপাত।।

Comments