জ্যামিতিক রশ্মির অন্ধকার।। আবু আশফাক্ব চৌধুরী।।

ইলেকট্রন প্রোটন নিউট্রন ....
তারপর... দুশো বছর
মেনে নিলাম বিনা দ্বিধায়

এল নতুন আবিষ্কার
আলফা বিটা গামা...
রশ্মির খেলা...

অদৃশ্য হল প্লুটো
জ্যামিতিক অ আ ক খ
রঙ বদলায়

আমাদের বিশ্বাস পাখির মতো
ডালে ডালে ঘুরে
সক্রেটিসের হত্যার পাশাপাশি

চমকে ওঠে ত্রিপাদ ভূমি
আলো আর আলোর মাঝে
শুয়ে থাকে ঝাঁঝালো অন্ধকার
বিশ্বাসের বাসি লতা মাচা খুঁজে
এখনও গাণিতিক বেড়ালের রাস্তা পারাপার।

Comments