Posts

Showing posts from January, 2026

কথা বলবোনা কোনদিন।

আর কথা বলবোনা কোনদিন।।  মোহাজির হুসেইন চৌধুরী  জানি থাকবনা বেশি দিন ফিরে যেতে হবে  একটা সুনির্দিষ্ট পরিভ্রমণ নিয়ে  এই আসা যাওয়া  প্রতিদিন জ্বলন্ত মোমের মতো  ফোঁটা ফোঁটা ঝরে যাচ্ছে আয়ু  দেখতে চেয়েছিলাম একটা দূষণবিহীন আকাশ আপ্লূত রশ্মিতে হেসে ভাসা বিশুদ্ধ বাতাস।  চারপাশে বনফুলে ঘেরা রঙিন চাদর  রাতের জ্যোৎস্না ধারা নিশাচর পাখির  অবিরত সুরের ঝংকার  নক্ষত্রের ভালবাসা বিনিময়  আর এক সুললিত নদী  পেয়েছি বাসি রক্তে লুটোপুটি বিদ্বেষের আক্রোশে ভরা হিংসার প্রজ্বলিত আগুন নীল খসে পড়ে গলিত লাভার মতো  আবছা অন্ধকার  বিষন্ন বিবেক কুয়াশার চাদর বিছিয়ে  রাজতন্ত্রের মন্ত্র পাঠ করে  বাতাস ক্রমশ ভারি হয়ে ওঠছে  ঠোঁটে ঠোঁটে বর্ষে বাণী অমানবিকতার চেয়ে দেখি ফুলে ফুলে ঝরে বিষাক্ত মধুর স্পন্দন  জানিনা নূহের কিস্তি আবার কবে ফিরে আসবে তুলে নিতে  নাফরমান কেনানের সহচর  আমি কি দেখব সেই সুসংহত পৃথিবীকে যার স্বপ্ন যুগযুগ পুষেছি অন্তরে  মধুমাখা বুলি আর শুধু ভালবাসা  হরেকের সুখেদুঃখে সকলেই পরম প্রত্যাশা।...