তোমারই বিজয় হোক।।

আবু সায়ীদ! আবু সায়ীদ! 
কার সামনে এ বুক পেতে দিলে 
তারা কি জানে এ বুকের ভেতর একটা আকাশ
 মুক্তির গনগনে আঁচে জ্বলছিল
তারা কি জানে এ বুকের প্রতিটি হৃদস্পন্দনে
একটা দেশের মানুষের গণ দাবি
লিখা ছিল ।
লিখা ছিল একটা স্বৈরাচারী সরকারের
 উন্মাদনার প্রতিবাদ ।

তোমার বুকের মূল্য কী বুঝবে তাগুতের সন্তান
ওরা গদি চায় মোহমন্ত্রে ঢেকে রাখে নৃশংস মুখ
ভোটের হিসাব কষে ' কোটার' স্বেচ্ছাচারী

ওরা জানেনা এ দেশে তোমার মত হাজারও যুবক
জানকে বাজি রেখে গুলির মুখে বলে ওঠতে পারে
তোমাদের অন্যায়কে বরদাস্ত করতে পারি না
হঠকারিতার জবাবে আমাদের রক্ত নিয়ে আর খেলা করোনা
ফিরিয়ে দাও অধিকার এ দেশ আমার 
দেশকে রক্ষা করা আমাদের দায়ভার।
আবু সায়ীদ! আবু সায়ীদ!
তুমি যুবাদের মুক্তির মশাল আত্ম ত্যাগের মন্ত্র
ফিরে এসো বারবার কালের রাখাল তাগুতের সংহারক।
 সব দেশে সব কালে তোমারই বিজয় হোক।

Comments