উনিশের ভালবাসা

একটা উনিশ বুকের ভেতর আপন হারার যন্ত্রণা
একটা উনিশ জাগিয়ে তোলে সংঘবদ্ধ মন্ত্রণা

একটা উনিশ উদাস নয়ন খুঁজছে মনের ভাষা
পলাশ ফুলের রঙ ঝরছে দারুন ভালবাসা

একটা উনিশ কাঁপায় ভূমি শহিদ একাদশ
একষটটির সে রণাঙ্গনে মানেনি আপোস

বরাক জুড়ে আওয়াজ ওঠে বাংলা আমার মা
রক্ত দেবো পরাণ দেবো জবান দেবোনা

একটা উনিশ শুধুই জানে গান্ধীবাগের ভাষণ
বছর পরে উর্দি পরে করে শহিদ স্মরণ

একটা উনিশ চিরদিন আমার আত্ম পরিচয়
একটা উনিশ গুছিয়ে দিলো আমার সকল ভয়

উনিশ আমার বুকের গরব উনিশ চির অম্লান
উনিশ আমার বুকে গাঁথা আজনমের গান

বিশ্ব জুড়ে আওয়াজ ওঠে বাংলা ভাষার জয়
বাঙালিরা সগৌরবে আজ বাংলায় কথা কয় 



Comments