ঠেলাঠেলি

এখানে জায়গা নেই তবু দাঁড়িয়ে থাকতে হয়
ঠেলাঠেলি। শব্দ হয় তুমি সরে যাও
যাবে কোথা ? রাম আর রহিমের বচসা
সুদীর্ঘ কাল থেকে  ।
ওরাতো চলে যাচ্ছে ভিড়ের ভিতর থেকে
ঝরে পড়ছে জপমালার দানার মতোন
কেউই বেশি সময় দাঁড়াতে পারেনা ।
তবে ঠেলাঠেলি কেন? কাঁধে হাত রেখে
বুকে বুক মিলিয়ে একসাথে 
আকাশের চাঁদ দেখি । দেখি পাখি ও ফুল
কুসুম রঙা ভোরের আলো
এইতো ভালো। কবুতরের ডানার ছায়ায়
বাসা বাঁধি । নয়ন জুড়ে ঝরুক সুখের বারি




Comments