আলিবাবা ও চল্লিশ চোর।।

মোহাজির হুসেইন চৌধুরী

দুচোখ থেকে খোয়াব  নামিয়ে  রেখে
এখন  শুয়ে পড়ি
মৃণ্ময়ী  শরীর  পস্তায় মন পস্তায়
দীর্ঘ পরিক্রমণ অথচ  হাতের মুঠোয়
একটা  শূন্য হৃদয়
শক্ত সুপারির গায় দন্তহীন  চাবাচাবি...

সূর্যাস্তের খেয়ালি রেখাগুলি
পথভ্রষ্ট  বালিকার  মতো ভালবাসা যাচে
আলো খুঁজে অন্ধকার মন্বন্তরে
হাজারও প্রশ্ন ধেয়ে আসে দিগন্তের বুক চিরে

আমি  নির্বাক চলৎশক্তিহীন 
যেন নিজেই এক অন্তহীন  রাত
অস্পষ্ট  আলোয় দেখি আলিবাবা আর
চল্লিশ চোরের খেলা
পৃথিবীর বিশাল ক্যানভাসে

গভীর রাতের বুকে মর্জিনার নৃত্যসখী
কটিদেশে লুক্কায়িত ছোরা
ছলনার অভিসারে বন্দী আছি
অপেক্ষায় হননের ইশারা....

Comments