ফ্রেমে বাঁধা সেই ছবি

মোহাজির হুসেইন চৌধুরী

একটা জলজ্যান্ত সেই মানুষ এখন
একটা ছবি
পুরনো ঘরেই বেশ হাঁটাফেরা করে
কারো হাত ধরে চলে যায়
এদিক সেদিক
হাতগুলো কার
হয়তো আত্মজার
হয়তো কোন পরম প্রিয়ের
সহানুভূতির পরম্পরা
চলচ্ছবির মতো আধো আলো
আধো অন্ধকার
সন্তর্পণে চলতে চলতে
দেখে চাঁদের জ্যোৎস্নায় মাখা
নিমপাতা জল
শেষ  সম্বল
সারাজীবনের খুঁড়ানো ভালবাসা। 

বৃক্ষ থেকে নিয়মিত পাতা খসা
শেষ আলোর ফোটা ঝরে গেলে
এখন ছবিটার চারদিকে
কাঁচের ফ্রেম বাঁধা
মাঝেমাঝে তাকায় আত্মীয়রা
আর বিড়বিড় করে
প্রশংসার স্তুতি
নেই অশ্রু ভরা চোখ
নেই জল অন্ত কাকুতি।

Comments