আঁধারের উথাল পাথাল।।

তাড়াহুড়োর আকাশ। কিম্ভুত পাখিরা ওড়ে যায়
বাসায় বাসায় সূর্যাস্তের প্রতিধ্বনি
ভালবাসার গান মৃতপ্রায় দেহ নিয়ে
কাতরায় পথের কিনারে -
কে ফিরে তাকায়? কেউ নেই  নির্জন
শুধু আঁধারের উথাল পাথাল
অন্ধকারে হাতড়ায় শামুকের মুখ
উন্মুখ পদচারণায় খুঁজে ফিরে
ন্যূনতম আশ্রয়। 
শেওলার গায় লোমশ কাঁকড়ারা
ওৎ পেতে বসে শত্রুর অপেক্ষায়
বিদঘুটে গ্রহ পালটায় নব নব রঙে
জেগে ওঠে আদিম  হাঙরের ক্ষুধা
সীমিত স্বপ্নেরা তাড়া খেয়ে পালাতে চায়
আবার জড়িয়ে ধরে বন্দিনী শেওলার গায়
রাতের দুঃস্বপ্ন নিয়ে এমনিতে বেঁচে আছি
হৃদয়ের অতলান্তে ডেকে যায় কালো পাখি
নৈরাশ্যের কুয়াশা ভরা ডালে।

Comments