হাওয়া মোরগ।। আবু আশফাক্ব চৌধুরী।
হাওয়া মোরগ ঘুরছে -
অনর্গল বলে যাচ্ছে ঝড়ের পূর্বাভাস
রোদের ফিনকি লেপ্টে আছে
নীল শরীর জুড়ে
পথ চলায় কোন ব্যতিক্রম নেই
সম্ভবত -
দৃষ্টি নির্ভর বিবেচনা
অস্বীকার করছে তুরন্ত ঘোষণা...
হাওয়া মোরগ ঘুরছে -
অনর্গল বলে যাচ্ছে ঝড়ের পূর্বাভাস
রোদের ফিনকি লেপ্টে আছে
নীল শরীর জুড়ে
পথ চলায় কোন ব্যতিক্রম নেই
সম্ভবত -
দৃষ্টি নির্ভর বিবেচনা
অস্বীকার করছে তুরন্ত ঘোষণা...
Comments
Post a Comment