শুধু প্রেম।। আবু আশফাক্ব চৌধুরী।

আকাশ নেমে আসে মাথার ওপর
অলৌকিক ভাবনারা চাতালে খেলা করে
চাঁদের আলোর শেষপ্রান্ত জড়িয়ে ধরি
যেন এক যুবতী রমণীর শাড়ির আঁচল
সকল গোপন বলে দেয় নিষিক্ত অঙনে
তার চোখ তার মুখ ভ্রুকুটির ইশারায়
লেপটে থাকে অনাহুত প্রেমের চিঠি

সাবধান হতে হতে খুলে পড়ে সব আবরণ
দিকচিহ্ন হারিয়ে যায় নিমেষে অতলান্তে
অলৌকিক সুড়সুড়ি সারাটি শরীর জুড়ে
মুছে নেয় কলংকের অলংকার দ্রুতবেগে
কণীকায় বেঁচে থাকে প্রেম শুধু প্রেম

Comments