আত্মকথন কিংবা গল্প

৫-আবু আশফাক্ব চৌধুরী।।

আনারকলি তোমায় বলি আত্মকথা গল্পবিলাস
ছায়া গাছের নীরব কোণে সংগোপনে একটা দূরভাষ
জলভরা চোখ শুকনো মুখে সেই যে চাতক
চেয়ে থাকতো আকাশ পানে
অঝোর ধারা বৃষ্টিপাতের আশা নিয়ে
উপরে মুখ শুকনো ঠোঁটে আশার আঁচল
জল ছলছল তৃষ্ণ আঁখি...
আমি তারে দেখেছি সারা জীবন
আমার ভেতর 
রুক্ষ স্বরে রক্তক্ষরণ ডাকছে শুধু
ফাঁদের ঘুঘু বন্দিজীবন পিঞ্জরায়

ছায়া মাখা মন্দ বায়ু বইতো যখন
বৃষ্টিপাতের আগাম ভেবে চাইতো এ মন
ফ্যাকাসে চোখে ঋদ্ধ বুকে গুন গুনাগুন

আনারকলি তোমায় বলি-আত্মকথা
তুমিই স্বজন তুমিই সুজন সারা জীবন
শুকনো জিভে বৃষ্টি ফোঁটা ঢেলে দিলে
তাই লিখেছি আত্মকথন কিংবা গল্প
তোমায় নিয়ে মনের মতন। (১৪/৬/১৮)

Comments