ঈশ্বরের শাস্তি হোক

ক্ষমা করো আমি অনির্বাণ
এখনও ছাইয়ের পাশে হাত রেখে
বেঁচে আছি.....

সবচে' অদ্ভুত লাগে যখন অন্ধ আলোকে
মিথ্যাকে মিথ্যা বলতে শ্বাসভ্রম ভিরমিতে
অশুদ্ধ শব্দরাশি মেঝেতে গড়ায়
কিংবা...
"চুপ শুধু চুপ"-এই ভৌতিক আওয়াজ
লাল চোখে এসে বিঁধে দুই কানে
সতর্ক প্রহরীর জ্বলন্ত চাবুক...

বুঝি আমি বন্দি আছি প্রহরা বেষ্টিত
দেয়ালের রিক্ত প্রেমে চুমু খেয়ে ভাসি জলে
তুলে নেই এই ঠোটে অনিচ্ছ তোমার ভাষা
আর তখন--
আমি আর আমার নই
সকলই তোমার
অসাধ্য অরণ্য প্রেমে ডেরা সাজে
স্তব্ধ হয় নীলকণ্ঠ অগাধ বিশ্বাস....

বিশ্বাসের ডানা জুড়ে ব্যপ্ত হয় স্বয়ং ঈশ্বর
তারপর -........

ঈশ্বরের শাস্তি হোক    স্বাধ্বীর কৃপায় ....

Comments