সন্ধ্যার আঁচলে

সব শেষে একটা প্রার্থনা দাঁড়িয়ে থাকে
পাখি চলে যাওয়ার পর অবশিষ্ট দানাটির মতো
ছায়া ঘেরা সন্ধ্যার আঁচলে
অনুভবে ধরা দেয় বিসর্জনের আগে অনিবার্য

কাচের জানালা জুড়ে সকালের রোদে শালিক-চড়ুই ঠুকরায় নিজের ছবিতে
নিরালায় নিজেকে খুঁজে
অতৃপ্ত সন্ধানে
প্রার্থনা হেসে ওঠে খিলখিল
গগনের প্রান্ত রেখায়...

Comments