রোদ্দুরের মাঠে


অনেক শুনেছি পোড়া কপালের গল্প
যদিও কপাল পুড়তে দেখিনি কোনদিন 

বলেছি সুখের কাহিনী ছা-বাচ্চাদের 
পরিমিত সুখের সংসার...
গল্পগুলো সবটাই স্বরচিত প্রতীকী সুখের ছিল

চন্দ্র কলা ভেদ করে সে কোনদিন 
পা রাখেনি এই পথে এই ঘরে 

রোদ্দুরের মাঠে কিছু স্বপ্ন জমা থাকে 
নির্বীজ নিরহংকারী জলের তোড়ায় 
ভেসে যায় নিয়মিত...
একটা পোড়া কপাল দেখেছি  -- আমারই 
দগ্ধ হতে আগুন ছাড়াই....। 

Comments