Posts

Showing posts from December, 2025

আমার একটা নদী ছিল ।

সেই নদীটা শুকিয়ে গেছে  - মোহাজির হুসেইন চৌধুরী। আমার একটা নদী ছিল অনেক লম্বা শরীর  বুকে তার  ছিল ডুবোজল গাছে ঘেরা তীর  পাখিরা সব উড়ে এসে জল খেত এই ঘাটে  পাখপাখালি সকাল সন্ধ্যা খেলতো বুকের মাঠে  তিড়িং তিড়িং নাচতো ফড়িং উড়তো প্রজাপতি  রাতের বেলায় হুরপরীরা খেলত আত্মরতি  স্বপ্নঘোরে উড়িয়ে নিত রাজকুমারীর ভেলা  বাসত ভাল প্রেম বিলাতো কেমন সারাবেলা  সেই নদীটা এখন কেন শুকিয়ে গেল হঠাৎ  হিংসা দ্বেষে শুরু হল ভীষণ উৎপাত সময়গুলো হারিয়ে গিয়ে নামল কালবেলা  সন্ধ্যা নামে তরতরিয়ে মানুষ চেনার পালা ।