Posts

Showing posts from March, 2025

শহীদের নি:শব্দ অক্ষর

শহীদের নি:শব্দ অক্ষরে লেখা হল যে ইতিহাস  ম্লান করতে পারেনা তারে  কোন যুগ কোন প্রযুক্তির ছাপ মেদিনীর বুক চিরে সমস্ত খননের পর ভেসে ওঠে সেই নাম সেই অনন্ত অক্ষর  এক নয় দুই নয় বারবার শতবার  বুকের স্পন্দনে ভেসে ওঠে ছবি তার  উনিশের ধ্বস্ত বুক কেঁপে ওঠে থরথর  পলাশের রঙ মেখে বাঙালির অন্তর  একাদশ শহীদের স্মরণে জেগে ওঠে  উনিশ এলেই তাই বাঙালির হৃদয় জুড়ে  এক অনাবিল অনুভূতির ফুল ফোটে। 

রক্তাক্ত ঈদের চাঁদ

ঈদের রক্তাক্ত হেলাল      মোহাজির হুসেইন চৌধুরী  তুমি খুঁজছো খুশির চোখে ঈদের হেলাল আমি দেখছি আকাশ ভরা  টইটম্বুর লালে লাল উঠেছে ঈদের চাঁদ    চাঁদ নয় শিকারীর ফাঁদ মাসুম শিশুর খুনে রঞ্জিত সভ্যতার মিনার  কলংকের বিপরীতে অলংকৃত কী বিপুল সমাহার  কোথা ঈদ আমি যাই ঈদগার মাঠে বুকে বাঁধা কালো ব্যাজ টলটল  চোখে জল ফোটে  বুকের ভেতরে এক জ্বলন্ত অঙ্গার  মানুষের পৃথিবীতে এ কী সনসার ইনসাফ জেগে ওঠবে কবে আর কেউ কি বলার নেই -'থামো  কি হচ্ছে এসব?  সব মাঠে নামো' নরসংহারের ধারাসার বন্ধ হোক খুশির বার্তা নিয়ে শাওয়ালের চাঁদ উঠুক ইবলিসের  উড়ন্ত পতাকা ভেঙে পড়ুক  রক্তাক্ত চাঁদ দেখিতে চাইনা আর ঈদ তুমি এসো মানবতার বার্তা নিয়ে  ফিরে এসো বারবার।