শহীদের নি:শব্দ অক্ষর
শহীদের নি:শব্দ অক্ষরে লেখা হল যে ইতিহাস ম্লান করতে পারেনা তারে কোন যুগ কোন প্রযুক্তির ছাপ মেদিনীর বুক চিরে সমস্ত খননের পর ভেসে ওঠে সেই নাম সেই অনন্ত অক্ষর এক নয় দুই নয় বারবার শতবার বুকের স্পন্দনে ভেসে ওঠে ছবি তার উনিশের ধ্বস্ত বুক কেঁপে ওঠে থরথর পলাশের রঙ মেখে বাঙালির অন্তর একাদশ শহীদের স্মরণে জেগে ওঠে উনিশ এলেই তাই বাঙালির হৃদয় জুড়ে এক অনাবিল অনুভূতির ফুল ফোটে।