হ্যালুসিনেশন।।
তোমার হ্যাঁ তে হ্যাঁ তোমার না তে না তোমার কথাই আমার কথা হয়না অন্যথা মন মগুজে একই বার্তা তোমার মনের মর্জি আমার সকল ইচ্ছেগুলো সেলাই করে দর্জি এক সূতোতে গেঁথে দিল বিবেক বোধের মালা ভাটির স্রোতে ভাসতে থাকি চালকবিহীন ভেলা গচ্ছায় যাক শরীর কিংবা আস্ত আমার দেশ যাদুকরের হ্যালুসিনেশন ঘুরায় ছড়ি বেশ। রাজার হাতে ঘুড়ির লাটাই সূতোয় ঝুলে ঘুরে অঙ্গচ্ছেদেও বলবেনা কথা যাকনা শরীর পুড়ে চোখ খুলে দাও বুক খুলে দাও প্রয়োজনে মুখ হ্যালুসিনেশন! হ্যালুসিনেশন! দেশ ভরা উজবুক। রাজার কথাই অমর বাণী যুক্তি তর্ক বৃথা সবার উপর রাজাই সত্য হবেনা অন্যতা সময় হাসছে সময় কাঁদছে যাপন কথার ফাঁকে চোখের অশ্রু মুছবে কখন কেউ বলোনা কাকে।