Posts

Showing posts from January, 2021

নক্ষত্র নাগরিক।।

মোহাজির হুসেইন চৌধুরী।। আমাকে তো যেতে হবে যেতে হবে আকাশের অলিগলি পেরিয়ে দুর্দম দূরত্ব পাড়ি দিয়ে এক অজানার সমুদ্র বক্ষে আমি নক্ষত্র-নাগরিক হব একদিন রকেটের খোলসের মতো পরিত্যক্ত শেলগুলো একে একে খুলে ফেলে দাগ রেখে পথে তোমাদের সজল চোখে ধূলো দেব- শূন্যের অবয়বে যে দিল গড়ন সেই চাঁদ সেই  সূর্য সেই  বাতাসের স্পর্শ মাখা অণু পরমাণু  থেকে  আমার অদ্ভুত সৃজন  কারও অভিসার কারও ঈপ্সিত ইঙ্গিতে  এই বিচরণ ক্রমশ স্তব্ধতার দিকে হেঁটে যাচ্ছি বিকিরণ বিচ্যুতি স্বতঃসিদ্ধ কক্ষপথ সোহাগের বুলি দিয়ে তার কাছে ডাকে আমি যাবো এভাবেই একদিন তোমাদের অফুরন্ত ভালবাসা নিয়ে চলে যাবো নক্ষত্রের দেশে স্তব্ধবাক এই যাত্রা আর ফিরে আসা নেই নিরুত্তর তমালের ছায়া মাখা যাত্রাপথে অন্তর্গত স্রোতে একদিন বিলীন হব একা-একা নিঃশব্দ অক্ষরে।

সুখ পাখির বাসার খোঁজে।।

মোহাজির হুসেইন চৌধুরী।। তাকে দেখেছি দূর থেকে সলাজ অবয়বে মুখে অবগুণ্ঠন আরও বেশি টেনে শরীরের আধা অংশ ঢেকে দিয়েছিল আমি একনয়নে চেয়ে রয়েছিলাম তার দিকে ধীরেধীরে ভদ্র হাওয়া ...

ব্ল্যাকহোল বন্ধু।।

মোহাজির হুসেইন চৌধুরী।। একটা ব্ল্যাকহোল আমার বন্ধু ইতস্তত ছড়ানো ছিটানো টেনশনগুলোকে হা করে গিলে খেতে মাঝেমাঝে নেমে আসে ধরণীর কাছাকাছি।  আমি মরি বা বাঁচি সে তো আয়ুর খে...

শব্দের অক্ষরে জীবন।।

মোহাজির হুসেইন চৌধুরী।। শব্দের অক্ষর আর অক্ষরের ঝংকার এই নিয়ে সেজে ওঠে যা-- তা কবিতা নয় একটা জীবন প্রতিক্ষণ নির্দ্বিধায় পার হয়ে যায় সেতু একটা অন্যরকম... কখনও ঢোল পেটানো আও...