পলাতক ঈশ্বরকে খোঁজে
একটা মধ্য রাতের ভেতর দিয়ে হেটে যাচ্ছি
মেঘের টুকরোর মতো অন্ধকার চারপাশে
বিনয়াবনত সভ্যতা করজোড়ে
প্রণিপাত করে
খোঁজে ফিরে পলাতক ঈশ্বরকে
হাত ধরতে চায় মানুষ মানুষের
কিছু অবুঝ রাস্তায় খেলে ঈশ্বর খেলা
কার ঈশ্বর কার চেয়ে বড় প্রতিযোগিতা
ঝলসে ওঠে হিংস্র তরবারি
অন্ধকার আরও গাড়ো হয়
তমসাময় পৃথিবীর ছাদে।
Comments
Post a Comment