এ কেমন ঝড় / আবু আশফাক্ব চৌধুরী

একটা ঝড়।
মূহুর্তে সবকিছু তছনছ
উপচে পড়া শেকড় তড়পাচ্ছে!
তারপর হাসছে আকাশ। ভাসমান তারা
যেন এখানে কেউ আসেনি
একটু আগেও যার পদধ্বনি
ছুটিয়ে ছিল বুকের কাঁপন
তার উপস্থিতি বিশ্বাসই হয়না

এ কেমন ঝড়! এ কেমন ভীষণ স্বপ্ন
সশরীরে হঠাৎ উধাও!
শুধু বুকের ভেতর খুঁড়ানো পাখির ডানা
বটফল উড়ে আসা খড়কুটো
ভাসায় প্রমাণ।

Comments