Posts

Showing posts from April, 2018

একটা মিথ্যার আকাশ।। আবু আশফাক্ব চৌধুরী।

প্রতিদিন টুকরো টুকরো মৃত্যু নিয়ে বেঁচে থাকি ভাসমান হাঁসের পালকের মতো রাত ছুঁয়ে থাকে গভীর ঘুমের আকাশ নির্লিপ্ত ভাবনার ছায়া তূলো মেঘ ওড়ে প্রতিদিন একটা মিথ্যা র আকাশ মাটি ছুঁয়ে প্রতিজ্ঞাপ্রবর শপথের প্রতারণা জাগায় বিন্দুবিন্দু আশার কুহক  কুয়াশার টপটপে বেঁচে থাকি সুদীর্ঘ কাল যতদিন আয়ু থাকে বাকি। প্রতিদিন শব্দগুলো কথা হয়ে প্রজাপতি ডানা আভোরসন্ধ্যা জুড়ে পুরাতন মেসোপটেমিয়া নগরীর পর নগরী গড়ে তুলে মাটির গর্ভে শুনশান পৃথিবীকে সাজাতে ব্যস্ত দু হাত অবশেষে সময়ের কাছে নি:স্ব প্রণিপাত প্রতিদিন এইভাবে শূন্য ভরা স্বপ্নের খেলা জীবনের বরণীয়  দুর্দম কালাতিপাত।।

জ্যামিতিক রশ্মির অন্ধকার।। আবু আশফাক্ব চৌধুরী।।

ইলেকট্রন প্রোটন নিউট্রন .... তারপর... দুশো বছর মেনে নিলাম বিনা দ্বিধায় এল নতুন আবিষ্কার আলফা বিটা গামা... রশ্মির খেলা... অদৃশ্য হল প্লুটো জ্যামিতিক অ আ ক খ রঙ বদলায় আমাদের বিশ্বাস পাখির মতো ডালে ডালে ঘুরে সক্রেটিসের হত্যার পাশাপাশি চমকে ওঠে ত্রিপাদ ভূমি আলো আর আলোর মাঝে শুয়ে থাকে ঝাঁঝালো অন্ধকার বিশ্বাসের বাসি লতা মাচা খুঁজে এখনও গাণিতিক বেড়ালের রাস্তা পারাপার।