মুখোমুখি বৃষ্টিপাতে

আবু আশফাক্ব চৌধুরী।।

দেবতারা স্বর্গভ্রষ্ট হলে -
তারা খসে পড়ে  বদলে যায় আকাশের রঙ
ধূসর হয় সবুজ প্রান্তর
মুখোমুখি বৃষ্টিপাতে উত্তপ্ত হাওয়া
ঘূর্ণিঝড় নেমে আসে নানা নামে -
নদীর বাঁকে সাঁতার নাজানা লাশগুলো
ভেসে ওঠে।  সবাই অচেনা
আধ-খাওয়া মাছেদের খাদ্য
নদীর তীরে পরিজন হাঁটাচলা করে
বাঁক থেকে বাঁক ভিজে সজল অশ্রুরাশি
ব্যস্তময় চোখ খুঁজে পরিচয়
এই ভালবাসাবাসি ক্ষণিক পরে
মিলিয়ে যায় সীমান্তে অস্তরত
রাগ-ব্যাথা-প্রতিশোধ স্পৃহা -অন্ধভক্তির গ্লানি....।

Comments

Post a Comment