Posts

Showing posts from 2024

উনিশের ভালবাসা

একটা উনিশ বুকের ভেতর আপন হারার যন্ত্রণা একটা উনিশ জাগিয়ে তোলে সংঘবদ্ধ মন্ত্রণা একটা উনিশ উদাস নয়ন খুঁজছে মনের ভাষা পলাশ ফুলের রঙ ঝরছে দারুন ভালবাসা একটা উনিশ কাঁপায় ভূমি শহিদ একাদশ একষটটির সে রণাঙ্গনে মানেনি আপোস বরাক জুড়ে আওয়াজ ওঠে বাংলা আমার মা রক্ত দেবো পরাণ দেবো জবান দেবোনা একটা উনিশ শুধুই জানে গান্ধীবাগের ভাষণ বছর পরে উর্দি পরে করে শহিদ স্মরণ একটা উনিশ চিরদিন আমার আত্ম পরিচয় একটা উনিশ গুছিয়ে দিলো আমার সকল ভয় উনিশ আমার বুকের গরব উনিশ চির অম্লান উনিশ আমার বুকে গাঁথা আজনমের গান বিশ্ব জুড়ে আওয়াজ ওঠে বাংলা ভাষার জয় বাঙালিরা সগৌরবে আজ বাংলায় কথা কয় 

চিলেকোঠা/ মোহাজির হুসেইন চৌধুরী

মনের ভেতর একটা ঘর ঘরের ভেতর একটা চিলেকোঠা চিলেকোঠায় আমার ব্যর্থ স্বপ্নরা কিলবিল করছে,ডানা ঝাড়ছে যেন এইমাত্র উডডীন হবে আমার দুচোখের কোণে লাবণ্যমাখা জল গড়িয়ে পড়ছে কুয়াশাচ্ছন্ন দৃষ্টি সম্মুখের পথ আর দেখা যায়না পা থমকে যেতে চায়....(০৮/০১/২০২৩)

ঠেলাঠেলি

এখানে জায়গা নেই তবু দাঁড়িয়ে থাকতে হয় ঠেলাঠেলি। শব্দ হয় তুমি সরে যাও যাবে কোথা ? রাম আর রহিমের বচসা সুদীর্ঘ কাল থেকে  । ওরাতো চলে যাচ্ছে ভিড়ের ভিতর থেকে ঝরে পড়ছে জপমালার দানার মতোন কেউই বেশি সময় দাঁড়াতে পারেনা । তবে ঠেলাঠেলি কেন? কাঁধে হাত রেখে বুকে বুক মিলিয়ে একসাথে  আকাশের চাঁদ দেখি । দেখি পাখি ও ফুল কুসুম রঙা ভোরের আলো এইতো ভালো। কবুতরের ডানার ছায়ায় বাসা বাঁধি । নয়ন জুড়ে ঝরুক সুখের বারি