কে আমার আসল প্রেমিক
তিলোত্তমার জন্মকথা জানি
অঙ্গভঙ্গি দেখে সঙ্গ দিতে ইচ্ছে হলেও
ভয়কাতুরে মন পারিপার্শ্বিকের আড়চোখ দেখে
সংযত করে উল্লম্ফন
তবু বারবার প্রেম প্রেম শব্দ মুখে জপে
সাধ মেটাতে চায় এসব চুপিচুপি
একান্ত আপন মনে...
কেউ জানলো না আজও
কার প্রেমিক আমি
কে আমার আসল প্রেমিকা
সেই প্রথম লেখা প্রেমপত্রের মতো
আজও যা গোপনে রেখেছি আমি
রঙহীন বর্ণহীন যতনে সুরক্ষিত।
Comments
Post a Comment