সুখ পাখির বাসার খোঁজে।।

মোহাজির হুসেইন চৌধুরী।।

তাকে দেখেছি দূর থেকে সলাজ অবয়বে
মুখে অবগুণ্ঠন আরও বেশি টেনে
শরীরের আধা অংশ ঢেকে দিয়েছিল
আমি একনয়নে চেয়ে রয়েছিলাম তার দিকে
ধীরেধীরে ভদ্র হাওয়া আর কাচুমাচু মেঘ
আমাকে ঘিরে ধরল
একটা অবরোধ অন্যরকম
পাহাড়ি পাইনের সারি বদ্ধ প্যারেডের তালে
একটা  রাজহংস  ডানা ঝাড়তে ঝাড়তে
উৎকন্ঠ গ্রীব চমকে ওঠেছিল
আমাদের ভালবাসাবাসি দেখে
সুখের মোহাচ্ছন্ন চোখ কিংবা হৃদয়
বাতাসের তরঙায়িত হাহাকার
শুনেছে সারাজীবন
একটু সুখের খোঁজে... 

Comments