ব্ল্যাকহোল বন্ধু।।

মোহাজির হুসেইন চৌধুরী।।

একটা ব্ল্যাকহোল আমার বন্ধু
ইতস্তত ছড়ানো ছিটানো টেনশনগুলোকে
হা করে গিলে খেতে
মাঝেমাঝে নেমে আসে
ধরণীর কাছাকাছি। 
আমি মরি বা বাঁচি সে তো আয়ুর খেলা
সে আমায় সঙ্গ দিয়ে সব অবাঞ্চিত
তার মহাগহ্বরে টেনে নিয়ে যায়
তবু ক্ষুধায় কাতর আরও নিতে চায় আরও...
আমি দেই তাকে যতটা আমার নেই
তার চেয়ে বেশি  উৎকন্ঠা -উদ্ভট ভাবনা...
তবে সচেতন করে দিয়ে গেছে বন্ধু
তার ক্ষুধার খোরাক জোগাতে না পারলে
আমাকেও টেনে নেবে একদিন...

শুধু এই টেনশনে এখন আমি বেঁচে আছি
জানিনা এ বন্ধুত্ব বাকি থাকবে কতদিন
হয়তো  এ আমার কোন আপন জন
অন্য রূপে অন্য পরিচয়ে...

Comments